Love Quotes in Bengali for those Bengali people who love to share their thoughts through SMS or through social media. This article gives a great collection of love quotes in Bengali, around 200 quotes are here especially for you.
These love quotes in Bengali are very short each quote contains a minimum of two lines so that you could read them easily and understand them. You can also use these quotes as love SMS and could share with your loving one.
So enjoy these amazing Bengali quotes and get the touch of love feeling in Bengali.
Love Quotes
“প্রেমের কোনাে বয়স নেই তেষট্টি কিংবা তেরাে । মনের মিল হয়ে গেলেই হাত ধরতে পারাে।”
“আমার মন গিয়েছে চুরি ওগাে মন গিয়েছে চুরি । তার ঠোটের কোণে একটু হাসি আমি ভুলতে’ যে না পারি।”
“চিরুনি কিনে দিলেম তােমায়, বেঁধে, বাহার করে চুল। আমি সেই চুলেতেই দেবাে গাে সই নানান রঙিন ফুল।”
“তুমি মিষ্টি মিষ্টি বলেই আমি দুষ্টু হয়েছিলাম । মিছিমিছি প্রিয়ে আমি পাবলিকের ধােলাই খেলাম।”
“মণ্ডামিঠাই ভালাে লাগে না যেদিন বেসেছি তােমায় ভালাে। এখন, তুমি না কাছে এলে, মনে হয় দুনিয়াটাই কালাে।”
Hey there read your best collection of bengali love quotes.
Get the Best Love Quotes in Bengali:
Here is a total of 103 love quotes in Bengali also usable for SMS, so what are you waiting for grab them and use by sending SMS or use as captions on Facebook, Instagram, WhatsApp. Read this article and you will definitely like these quotes.
“মরণ-বাচন সংকটে আমি পড়েছি জামাইবাবু । তােমার প্রেমে পড়ে আমি খাচ্ছি হাবুডুবু।”
“নাচন-কুঁদন আর কোরাে না ময়দানে বসে । বসে দেখতে পেলে পুলিশ তােমায় ধােলাই দেবে এসে।”
“বেঁধেছি বিনুনি আমি খোঁপায় গােলাপ লাগিয়ে। আমার হৃদয় মাঝে, হে ভগবান, তারে দাও গাে এবার পাইয়ে।”
“বুঝি না যে কেন তুমি আমায় কাদাও অকারণে । এখনও ধরা দিলে না তুমি কী আছে তােমার মনে?”
Love Quotes in Bengali for Boyfriend:
Here are some love quotes that are amazing and super excited love quotes in Bengali for boyfriend. Read these love quotes and share them with your boyfriend.
Advertisement
“কান ধর প্রতিজ্ঞা কর বলছি আমি শেষমেষ । বাঁ পায়ে মারব লাথি যদি না করিস SMS।।”
“প্রেমাংশু ও প্রেমাংশু, তােমায় দিলাম SMS । দেখা দিতে পারলাম না আজ, শুধু নিও ফ্লাইং কিস্।”
You could easily share these Bengali love quotes for a Facebook post or Instagram post. If you wish to share your thoughts through words on Facebook then here are some quotes that you could easily share on the social platform.
“দিনরাত্রি আমি তােমার আশায় আশায় থাকি। এদিক ওদিক তাকাই শুধু ডাকলে কোনাে পাখি।।”
“তােমার SMS পেয়েই আমার হৃদয়ে উঠেছে ঝংকার। কখন তুমি দেবে দেখা মন কাদছে বারবার।”
“তােমার আমার বুকের মাঝে প্রেমের নদী বয় ,মধ্যিখানে SMS এক সেতু বেঁধে দেয়।”
বন্ধ ঘরে তুমি আমি আর নেইকো কেউ ||বস্ত্রহীনা দেখে তােমায়, প্রাণে উঠল প্রবল ঢেউ।
“স্বপ্নে দেখা এক রাজকন্যা আমায় পাগল করেছে। তার একটি চুমায় হৃদয় আমার চৌচির হয়েছে।”
“SMS পেয়ে আমি যে গেলাম উন্মাদ হয়ে ছুটে/ গিয়ে দেখি রীতা মরেছে পাথরে নিজেরই মাথা কুটে।”
“বলেছিল সে যে মা হতে চলেছে দেরি আর নাহি সয়। বিয়ে না করিলে এবার জীবন দেবে সে দেবতার পায়।।”
“SMS যুগে আমারা সকল যুবক আর যুবতীর দল। আছি সুখে বেশ SMS গেয়ে আনন্দে অবিরল।”
“তােরা সব জয়ধ্বনি কর, তােরা সব জয়ধ্বনি কর। দেশে এসে গেছে SMS, এখন প্রেমের নৃত্য কর।”
“ভালােবেসে গােপনে যতনে আমার নামটি লিখাে ,সকালসন্ধ্যা SMS যেন পাই আমি ভালােভাবে মনে রেখাে।”
“সেদিন যে মানুষটি, ব্যথা দিয়ে চলে গিয়েছিলাে ; আজ SMS দিয়ে সে যে হৃদয় রাঙিয়ে দিলাে।”
Quotes on Bengali Girls:
Some romantic Bengali love quotes on Bengali girl get it and share it with your loving ones. So this is all about quotes on Bengali girl.
“প্রেমের বুকে একদা তুমি রেখেছিলে মােরে রাঙিয়ে। তাই তাে দিলাম তােমায় আমি বরমাল্য পরিয়ে।”
“তুমি আমার খেলার সাথী ছেলেবেলায় ছিলে। যৌবনে পা দিয়েই তুমি, মাের বধূ হয়ে গেলে।”
Romantic Love Quotes in Bengali:
Hi, Bengali readers here are some best Romantic love quotes in Bengali. Feel free to become more romantic. Read these quotes and enjoy the love reading. Feel more romantic reading these love quotes.
“আমি কি তোমার কাছে একটা Kiss ধার নিতে পারি,… কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব।”
” ভালোবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প, কিন্তু কষ্ট দুটোতেই সমান ” ।
“পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব |
” ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশী আনন্দ ” ।
“যারা বেশি কথা বলে, তাদের চুপ করানোর জন্য চুম্বন, প্রকৃতির দ্বারা সৃষ্ট শ্রেষ্ট উপহার।”
আমি রূপে তোমায় ভোলাব না ,ভালোবাসায় ভোলাব।হাত দিয়ে খুলব না গো ,গান দিয়ে দ্বার খোলাব।।
” সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না “।
“স্বর্গ আমি চাই না, কারণ আমি তোমাকে পেয়েছি। স্বপ্ন আমি দেখতে চাই না, কারণ তুমিই আমার স্বপ্ন।”
সে চলে গেল বলে না — সে কোথায় গেল ফিরে এল না। সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল |
যদি তুমি আমাকে ছাড়া ভালো থাকো তাহলে অভিযোগ কিসের? তোমাকে ভালো থাকতে দেখতে পারবো না তো ভালোবাসা কিসের?!
তােমাকে পাঠালাম হাজার হাসি, একটি এখনের জন্য এবং বাকী নয়শাে নিরানব্বই বালিশের নীচে রাখখা যখনি আমার কথা চিন্তা করবে তখন একটা করে নিও, কারণ তােমাকে হাসি মুখ দেখতে চাই।
Ami tomar jonno hasi chai jate tumi saradin bhaio chinta korte paro ebong jibon cholbe tomar mote kore.
আমি তােমার জন্য হাসি পথেতে চাই যাতে তুমি সারাদিন ভালাে চিন্তা করতে পারাে এবং জীবন চলবে তােমার মতাে করে।।
Ami tomar naam akash-e rakhbo ebong haowar tar upor die ure jabe, ami rakhbo take samudre ebong dhew take niye jabe, sutorang, ami rakhi eta nijer hrythoye ebong tumi-o take niye jete parbe na!!!
আমি তােমার নাম আকাশে রাখবে এবং হাওয়ার তার উপর দিয়ে উড়ে যাবে, আমি রাখবাে তাকে সমুদ্রে এবং ঢেউ তাকে নিয়ে
Final words :
So that is all about love quotes in Bengali I hope you guys enjoy this article. If you really like these articles then do share this with your friends and let them give a chance to experience a beautiful feeling through lines.